কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
রূপকারী ইউনিয়র হইতে দীঘিনালা সড়ক
জেলা ও উপজেলা সদরের সাথে শুল্ক মৌসুমে সড়ক পথে ও বর্ষা মৌসুমে নৌকা কিংবা দেশীয় যন্ত্র চালিত ট্রলার যোগে কাচালং নদী পথে যোগাযোগ করা হয় । বারিবিন্দু ঘাট হতে রূপালী উচ্চ বিদ্যালয় মুখী সড়ক পথে ৩ কিঃমি ব্রিকসলিং রাস্তায় অটোরিক্সা,মোটর বাই্ক ,জীপগাড়ি ইত্যাদি চলাচল করে এবং কাচালং ব্রীজের পশ্চিম পাড়ে পতেঙ্গাছড়া,মুসলিম ব্লক,বড়াদম কাচালং পাড় হয়ে রূপকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উত্তর পার্শ্বে মূল সড়কের সাথে সংযোগ সড়ক নির্মানাধীন আছে । অদূর ভবিষ্যতে এই সড়ক দিয়ে রূপকারী ইউনিয়নের বাঘাইছড়ি উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ সুগম হবে । কাচালং ব্রীজ হতে দিঘীনালামুখী সড়কে ১২ কি.মি.পর্যন্ত পাকা রাস্তা আছে । এই পাকা রাস্তা দিয়ে বাস চলাচল করে দীঘিনালা দিকে ।বাদবাকী সবই কাচাঁ রাস্তা ।
এখানে মোবাইল নেটওয়ার্কিং ভালো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস