রূপকারী ইউনিয়নের পূর্ব প্রান্তে কাচালং নদী সীমারেখার ন্যায় চিরন্তন প্রবাহমান। এ নদী মারিশ্যা ইউনিয়ন এবং রূপকারী ইউনিয়নকে বিভক্ত করেছে। মারিশ্যা ছড়া, রূপকারী ছড়া, উলুছড়ি নামে ছোট ছোট ছড়ি/ছড়া এই ইউনিয়নকে উর্বর করেছে। তাছাড়া,ইউনিয়নের মধ্যবর্তী স্থলে তিন চারটি বিল রয়েছে, যেগুলোতে সারা বছর পানি জমে থাকে । ঐ বিলসমূহে প্রচুর মাছ পাওয়া যায় । এগুলো একদিকে যেমন অর্থনৈতিক যোগান দেয়, অন্যদিকে প্রাকৃতিক দৃশ্যকে অপরূপ করে রেখেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস