Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রূপকারী ইউনিয়ন

জিওসি আগমনের ছবি

 

১৯৬৬ সালে রূপকারী ইউনিয়ন পরিষদ স্থাপিত হয় । ইহার উত্তরে বঙ্গঁলতলী ইউনিয়ন পরিষদ, দক্ষিনে খেদার মারা ইউনিয়ন, পূর্বে মারিশ্যা ইউনিয়ন ও কাচালং নদী । পশ্চিমে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উপস্থিত । এই ইউনিয়নটি উপজেলা সদর হইতে ৫ কিলো মিটার দূরে অবস্থিত । ইহার লোকসংখ্যা বর্তমানে প্রায় ৭০০০ হাজারের অধিক । এবং আয়তন প্রায় ২৩. ৩৭ বর্গ কি.মি.। ইউনিয়নের মৌজার সংখ্যা ২ টি ( ৩৭৭ নং রূপকারী ও ৩৮১ নং বটতলী মৌজা ) সরকারী ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪ টি এবং মাধ্যমিক বিদ্যালযের সংখ্যা ২ টি ( রূপালী উচ্চ বিদ্যালয় ও দক্ষিন রূপকারী উচ্চ বিদ্যালয় )। এই ইউনিয়নে কোন হাট- বাজার নাই । জেলা ও উপজেলা সদরের সহিত স্থল সড়ক পথ ও বর্ষা মৌসুমে নদী পথে যোগাযোগ করা হয় । অত্র ইউনিয়নে চাকমা,মার্মা,মুসলিম,ও হিন্দু সম্প্রাদায় বসবাস করে। এ ইউনিয়নের আধিবাসীগন অধিকাংশই হল কৃষির উপর নির্ভরশীল । কিছু সংখ্যক লোক চাকুরী ও ব্যবসা কাজে নিয়োজিত । এখানে উৎপাদিত ফসল, ধান, কলা, আদা, আখ, কাঠাল, হলুদ, বেগুন,ইত্যাদি । বর্তমানে প্রাকৃতিক সৃষ্ট নয়নাভিরাম ফিত্তি (কৃত্রিম হৃদ ) পাড়ে ২০০৮-২০০৯ অর্থ বছর এলজিইডি অর্থায়নে ৩৪ নং রূপকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মিত হয় । দর্শনীয় স্থান রূপকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে প্রাকৃতিক সৃষ্ট নয়নাভিরাম ( কৃত্রিম হৃদ ) ফিত্তি । দৈর্ঘ্য- ১ কি.মি. ।