কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
গ্রাম পুলিশের ক্ষমতা ও দায়িত্বাবলী:-
রূপকারী ইউনিয়নে সরকারী বিধি মোতাবেক গঠিত ১০ সদস্য বিশিষ্ট একটি গ্রাম পু্লিশ দল রয়েছে। তাদের নাম ও পদবী নীচে দেয়া গেল ঃ
১। রাসেল চাকমা দফাদার
২। অনুজ চাকমা মহল্লাদার
৩। দুর্জয় চাকমা ঐ
৪। সুমেত চাকমা ঐ
৫। অনিল চাকমা ঐ
৬। মানস চাকমা ঐ
৭। দীপালো চাকমা ঐ
৮। নুর নবী(বাচা) ঐ
৯।মোঃ হালিম ঐ
১০। সুভাষ চাকমা ঐ
গ্রাম পুলিশের ক্ষমতা ও দায়িত্ব নিম্নরূপ ঃ
(১) প্রত্যেক গ্রাম পুলিশকে মৌলিক গনতন্ত্র আদেশ এর তৃতীয় তফসিলে অংশ-২ এ লিপিবদ্ধ সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করিতে হইবে ।
(২) একজন মহল্লাদার ইউনিয়ন পরিষদ কতৃক অন্যত্র পাহারা দেয়ার নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত বিটে (Beat)ধরে পাহারা দিবেন ।
(৩) তিনি দিনে রাতে ইউনিয়নের পাহারা ও টহলদারী করিবেন।
(৪) চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সরকারী দায়িত্ব পালনে সহায়তা করিবেন ।
(৫) সরকার যেইরূপ নির্দেশ প্রদান করিবে গ্রাম পুলিশ সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে্ন ।
(৬) ডেপুটি কমিশনারের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোন ইউনিয়ন বা তাহারা অংশ বিশেষে জন নিরাপত্তা ও গ্রাম প্রতিরক্ষা বিষয়ে বিশেষ ব্যবস্থা প্রয়োজন রহিয়াছে সেই ক্ষেত্রে উক্ত এলাকার প্রাপ্ত বয়স্ক সক্ষম ব্যক্তিদের আদেশে উল্লেখিত পদ্ধতিতে গন পাহারায় নিয়োজিত করিতে পারিবে ।
(৭) তিনি তাহার সাধ্যানুযায়ী থানা পুলিশকে তাহার দায়িত্ব পালনে সহায়তা করিবেন এবং পুলিশ কতৃক প্রদত্ত সকল আইনানুগ আদেশ পালন করিবেন ।
(৮) ইউনিয়নে রেইর্দ,কর, ফিস, ইত্যাদি সংগ্রহ করা কাজে নিয়োজিত ব্যাক্তিকে সহযোগিতা প্রদান করিবেন ।
(৯) জন্ম ও মৃত্যু রেজিষ্টার সংরক্ষণ এবং এলাকার সব জন্ম ও মৃত্যু সর্ম্পকে ইউনিয়ন পরিষদকে অবহিত করিবেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস