Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববতী মামলার রায়

গ্রাম আদালতের সিদ্ধান্ত

 

গ্রাম আদালতের রায় প্রকাশ্যে ঘোষনা করতে হবে। যে সংখ্যা গরিষ্ঠতার দ্বারা সিদ্ধান্ত গৃহীত হবে, তার অনুপাত রায়ে অবশ্যই উল্লেখ থাকবে। রায়ের পর ৪নাং ফরমে একটি ডিক্রি প্রস্তুত করতে হবে।

গ্রাম আদালতের সিদ্ধান্ত যদি সর্ব সম্মত বা চার এক ভোটে গৃহীত হয় তাহলে উক্ত সিদ্ধান্ত পক্ষদ্বয়ের উপর বাধ্যতা মূলক হবে এবং সে ক্ষেত্রে উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কোনরূপ আপীল চলবে না।  যদি  তিন দুই এ কোন সিদ্ধান্ত হয় তবে সে সিদ্ধান্ত বাধ্যতামূলক হবে না। সিদ্ধান্ত ঘোষনার ৩০ দিনের মধ্যে যে কোন পক্ষ ফৌজদারী মামলার ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট (ককনিজেন্স আদালত ) এবং দেওয়ানী মামলার ক্ষেত্রে সহকারী জজ (মুন্সেফ) আদালতে আপীল করতে পারবেন।

গ্রাম আদালত নির্ধারিত সময়ের মধ্যে ডিক্রী বা ক্ষতিপূরনের টাকা প্রদানের নির্দেশ দেবেন, তবে তা ৬ মাসের অধিক হবে না।